দুবাই আমিরের পালিয়ে যাওয়া বউ এখন লন্ডনে

 

অনলাইন ডেস্ক

দুবাইয়ের আমির শেখ মোহাম্মদের পালিয়ে যাওয়া স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন লন্ডনে লুকিয়ে আছেন এবং তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাওয়ার কারণে জীবন হারানোর আতঙ্কে আছেন বলে জানিয়েছেন।

স্ত্রী পালিয়ে যাওয়ার পর ৬৯ বছর বয়সী বিলিয়নিয়ার শেখ মোহাম্মাদ ইনস্ট্রগ্রামে “বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা” নামে একটি ক্ষোভের কবিতা লিখেছেন। তাতে তিনি হায়ার নাম উল্লেখ না করে এক অজ্ঞাত মহিলাকে দোষারোপ করেছেন।

জর্ডানের বাদশাহ সৎবোন এবং ব্রিটিশ শিক্ষিত ৪৫ বছর বয়সী রাজকন্যা হায়া ২০০৪ সালে শেখ মোহাম্মদকে বিয়ে করেছিলেন। তিনি ছিলেন তার ষষ্ঠ এবং ‘‘সবচেয়ে জুনিয়র স্ত্রী’’।

শেখ মুহাম্মদের কমপক্ষে ৬ জন স্ত্রী ২৩ টি সন্তান আছে।

হায়া এই বছরের শুরুতে জার্মানিতে আশ্রয় চাইতে গিয়েছিলেন। তিনি এখন সেন্ট্রাল লন্ডনে কেনসিংটন প্যালেস গার্ডেনে ১০৭ মিলিয়ন ডলার মুল্যের বাড়িতে বাস করছেন এবং নাগরিকত্ব লাভের জন্য হাইকোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে শেখ মোহাম্মদের কন্যা লতিফা দুবাই থেকে নৌপথে পালিয়ে যান। পরে অনেক অর্থ খরচ করে ভারত থেকে তাকে ধরে আনা হয়। বর্তমানে তিনি দুবাইতে বন্দী অবস্থায় আছে বলে কথিত আছে।