হত্যার নেপথ্যে দীর্ঘ পারিবারিক দ্বন্দ্ব: নোমান হত্যায় শ্যালকের স্বীকারোক্তি ‘বোনের জন্য খুন’

সিলেটের জকিগঞ্জ কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। এই মামলার প্রধান আসামি ও নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন আদালতে হত্যার দায় স্বীকার করেছেন, যার নেপথ্যে ছিল দীর্ঘদিনের আর্থিক হিসাব-নিকাশ ও বসতভিটা সংক্রান্ত পারিবারিক বিরোধ। সুমন জবানবন্দিতে জানিয়েছেন, তিনি তার বোনের (নোমানের স্ত্রী) পক্ষ হয়েই দুলাভাইকে খুন করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষে সুমনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকারের আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে, দীর্ঘ প্রবাস জীবন থেকে ফিরে নোমান উদ্দিন তার পাঠানো অর্থের হিসাব চাইলে সুমন সেই হিসাব দিতে ব্যর্থ হন। ২০০৯ সাল থেকে নোমানের বাড়িতেই বসবাস করা সুমনের সঙ্গে তখনই তীব্র বিরোধ শুরু হয়। এই বিরোধ বসতভিটা নিয়েও নতুন মাত্রা পায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একাধিক সালিশ বৈঠকও এই সম্পর্ককে স্বাভাবিক করতে পারেনি। শেষমেশ এই বিরোধই পরিকল্পিত হত্যাকাণ্ডে রূপ নেয়।

এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, সুমন তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। তিনি বর্তমানে পলাতক সহযোগীদের নাম প্রকাশ করেছেন। মামলার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে সুমনকে আবারও রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে, তারা দ্রুত ন্যায়বিচার ও পলাতক আসামিদের গ্রেফতার দাবি করেছেন।