দেশের বেসরকারী ৭৭ টি হাসপাতাল কে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে।

  • দেশের বেসরকারি ৭৭টি হাসপাতাল ও ক্লিনিককে করোনা শনাক্তের জন্য র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে এই পরীক্ষা করানোর সর্বোচ্চ খরচ ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও এই চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না। টেস্ট করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রাণ না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে এ টেস্ট প্রযোজ্য হবে। এন্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS -2 ) সার্ভারে এন্ট্রি দিতে হবে।  সূত্র মানবজমিন //  হাবিবা আক্তার জেছি ///