ইতিহাস গড়লেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন (৭০)

ইতিহাস গড়লেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন (৭০)। পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার হিসেবে তিনিই মহাকাশ পাড়ি দিলেন। উপভোগ করলেন মহাকাশ থেকে সবুজ পৃথিবীকে। স্ত্রী, সন্তান, নাতিপুতিদের সঙ্গে উপভোগ করলেন সেই আনন্দ। তার ভার্জিন গ্যালাক্টিকের মহাকাশ যানে করে রোববার আকাশে ওড়েন। প্রায় শূন্য ওজনে নিজেকে ভাসালেন। তারপর পৃথিবীতে ফিরে এসে বললেন, অনেক শিশুর মতো, আমারও শৈশবের স্বপ্ন ছিল আকাশে উড়ার। সেটা সফল হলো। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি।