শাহপরানে পুলিশের অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ২

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে সুরমা বাইপাস এলাকায় পরিচালিত এই অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই সোহেল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে আনুমানিক সকাল ৮টার দিকে বাইপাস পয়েন্টে একটি চেকপোস্ট বসান। এ সময় সন্দেহভাজন ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯ নম্বরের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানকে সংকেত দিলে তল্লাশির পর বেরিয়ে আসে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি।

পুলিশের দেওয়া তথ্যমতে, কাভার্ড ভ্যানটি থেকে মোট ৫৬ বস্তায় ২,০৭১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ১,৪৮২ পিস ছিল কাতান শাড়ি এবং ৫৮৯ পিস ছিল বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য শাড়ি। জব্দকৃত এই শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা।

অভিযানে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। আটককৃত দুজন হলেন— সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের আজির উদ্দিন (৫৫) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।

শাহপরান (রহ.) থানা পুলিশ জানিয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িত এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।