রমজানের আগেই ভোট, বিতর্কিত কর্মকর্তা দায়িত্বে থাকবেন না- মো. আনোয়ারুল ইসলাম

সাংবিধানিক আইন নির্বাচনী বিধিমালার অধীনে অনুমোদিত প্রতীকের তালিকায়শাপলাপ্রতীক না থাকায় তা কোনো দল বা প্রার্থীকে বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

গতকাল রোববার সিলেটে পুলিশ লাইনসে নির্বাচনী প্রশিক্ষণে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। ইসি বলেন, প্রতীক নির্ধারণ একটি আইনগত প্রক্রিয়া, যেখানেশাপলাপ্রতীকটি নেই, ফলে তা বরাদ্দেরও কোনো সুযোগ নেই।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে পেছানোর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পবিত্র রমজান শুরুর আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি আশ্বস্ত করেন যে সব বাহিনী প্রস্তুত আছে এবং এটি কোনো চ্যালেঞ্জ হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কঠোর অবস্থানে জানিয়ে তিনি যোগ করেন, বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সজাগ কঠোর থাকবে।