উত্তর প্রদেশ, রাজস্থানে বজ্রপাতে নিহত কমপক্ষে ৬০

misba
প্রকাশিত জুলাই ১২, ২০২১
উত্তর প্রদেশ, রাজস্থানে বজ্রপাতে নিহত কমপক্ষে ৬০

ভারতের উত্তর প্রদেশ এবং রাজস্থানে বজ্রপাতে নিহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। এর মধ্যে রাজস্থানের রাজধানী জয়পুরে দ্বাদশ শতাব্দীর একটি দুর্গের সামনে সেলফি তেলার সময় মারা গেছেন ১১ জন। মারা গেছে কমপক্ষে ২৫০টি প্রাণি। রোববার ভারি বর্ষণ ও সঙ্গে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এত মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অফিস থেকে নিহতদের পরিবারের প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ওদিকে রাজস্থান ও উত্তর প্রদেশ রাজ্য সরকার নিহত প্রতিজনের জন্য ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৪১ জনই উত্তর প্রদেশের। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি।