জকিগঞ্জে বাজার কমিটির নেতার বিরুদ্ধে সরকারি খাসজমি দখলের অভিযোগ: প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে সরকারি খাসজমি দখল করে একের পর এক অবৈধভাবে ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাইয়ের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রশাসনের রহস্যজনক নীরবতার সুযোগ নিয়ে তিনি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। বিশেষ করে, বিগত স্বৈরশাসনামলে (ফেসিস্ট সরকার আমলে) নিজের প্রভাব খাটিয়ে ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তিনি এই সকল স্থাপনা নির্মাণ করেন বলে অভিযোগ।

অভিযোগে প্রকাশ, দীর্ঘকাল ধরে বাজার কমিটির সদস্য এবং বর্তমানে সাধারণ সম্পাদকের পদে থাকার সুবাদে আলাউদ্দিন আলাই ওই বাজারের মূল্যবান খাসজমি নিজের অবৈধ দখলে নিয়েছেন। তিনি এসব স্থানে একের পর এক ভবন নির্মাণ করে দোকানঘর তৈরি করে মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া দিচ্ছেন। স্থানীয়দের দাবি, এর মাধ্যমে তিনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ভাড়া বাবদ আদায় করছেন।

জানা যায়, সম্প্রতি তিনি বাজার সংলগ্ন সরকারি খাসজমিতে আরও একটি নতুন নির্মাণ কাজ শুরু করলে এলাকার বাসিন্দা মাসুম আহমেদ তাতে বাধা দেন। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালীর সহায়তায় আলাউদ্দিন আলাই পুনরায় সেই নির্মাণ কাজ শুরু করেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মাসুম আহমেদ পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ আলাউদ্দিন আলাইকে জানিয়ে দেয় যে, সরকারি খাসজমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণের জন্য অবশ্যই প্রশাসনের পূর্বানুমতি প্রয়োজন। সেই অনুমতি ছাড়া কেউ সেখানে নির্মাণ কাজ চালিয়ে যেতে পারবে না বলেও পুলিশ কঠোরভাবে হুঁশিয়ারি দেয়।

স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ মানুষজন জানান, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থানে এভাবে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে দোকান ভাড়া দেওয়ায় শুধু খাসজমি দখলই হচ্ছে না, বরং বাজারের সুষ্ঠু পরিবেশ ও স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে আলাউদ্দিন আলাইয়ের এই অবৈধ দখল ও নির্মাণ কাজ রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।