পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়

প্রতিঘণ্টায় ১.৬ মিলিয়ন গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়। সোমবার এই ঝড় পৃথিবীর ওপর আছড়ে পড়বে বলে স্পেসওয়েদার ওয়েবসাইটে জানানো হয়েছে। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি হয়েছে বলে খবর। পৃথিবীতে এই ঝড় এসে পড়লে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হতে পারে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর এর প্রভাব পড়তে পারে অনেকটাই। বিপুল অংশে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বিদ্যুত্ যোগাযোগ ব্যবস্থা। গত ৩ জুলাই জানা গেছে যে, সূর্যের যে বলয় রয়েছে, তাতে একটি ফাঁকা জায়গার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি।