বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন ২৮ তম

 

 

  1. বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন ২৮ তম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে কেবল ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক। চলতি মাসের অর্থাৎ জুলাইয়ের ৫ তারিখও বাংলাদেশ বিশ্বে ৩০ তম এবং এশিয়ায় অষ্টম অবস্থানে ছিল। পাকিস্তান তখন বাংলাদেশের ঠিক আগে অর্থাৎ বিশ্বে ২৯ তম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে ছিল। আর ইউরোপের দেশ রোমানিয়া তখন বিশ্বে ২৮ তম অবস্থানে ছিল।

 

কিন্তু জুলাইয়ের ৬ তারিখ পাকিস্তানকে অতিক্রম করে ফেলে বাংলাদেশ এবং পাকিস্তানকে পেছনে ফেলে ২৯ তম অবস্থানে চলে আসে। ২৮ তম অবস্থান অপরিবর্তিত ছিল রোমানিয়ার। কিন্তু দুই সপ্তাহ না যেতেই রোমানিয়াকেও অতিক্রম করে তার স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ডোমিটারস (বাংলাদেশ সময় ১৭ জুলাই, বিকাল পাঁচটা) জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান ২৮ তম (১,০৮৩,৯২২), রোমানিয়া ২৯ তম (১,০৮১,৫৮৮) এবং পাকিস্তান ৩০ তম (৯৮৬,৬৬৮)।

 

এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৯ কোটি ৪৩ লক্ষ ৫ হাজার ১৪২।

 

এদের মধ্যে ৪০ লক্ষ ৯৪ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৩৬ লক্ষ ১ হাজার ৬১৭ জন। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি ///