মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সিলবাংলা ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। করোনা মহামারির কারণে এ বছর দেশে দেশে পবিত্র ঈদুল আজহার উদযাপন বেশ সাদামাটা।

 

ঈদগাহর পাশাপাশি দূরত্ব মেনে মসজিদেই নামাজ আদায় করছেন মুসল্লিরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়, জাকার্তার আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় অন্যতম প্রধান জামাত।

 

মালয়েশিয়াতেও হয়েছে ঈদের জামাত। এবারও ছোঁয়াচে ভাইরাসের সংস্পর্শ এড়াতে ছিল না ভেদাভেদ ভুলে কোলাকুলির আন্তরিকতা। নামাজ শেষে আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

ইউরোপ আর আফ্রিকার দেশগুলোতেও ঈদ আজ। মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সরকার প্রধান। সূত্র ডেইলি বাংলাদেশের আলো // হাবিবা আক্তার জেছি //