শাল্লায় জমকালো আয়োজনে ফুটবল প্রীতিম্যাচ, উপভোগ করলেন হাজার হাজার ফুটবল প্রেমী

শাল্লা ফুটবল একাডেমির উদ্যোগে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী শাহীদ আলী হাইস্কুল মাঠে এ খেলা আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলায় মুখোমুখি হয় ছাতক ফুটবল একাডেমি বনাম শাল্লা ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে হাজার হাজার দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র ঘোষণা করা হয়। পরে আয়োজক কর্তৃপক্ষ ছাতক ফুটবল একাডেমির অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন ৪নং শাল্লা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জনাব এম.এ সাঈদ ও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংঘঠনের নেতৃবৃন্ধ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান। আজকের প্রীতিম্যাচটি পরিচালনা করেন শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব কালীপদ রায়।