ঢাকা, ১২ জুলাই ২০২১, সোমবার, ৩০ জিলক্বদ ১৪৪২ হিঃ
একদিনে করোনা শনাক্তে ১৩৭৬৮ জনের নয়া রেকর্ড, আরও ২২০ জনের মৃত্যু
অনলাইন
স্টাফ রিপোর্টার
(২ মিনিট আগে) জুলাই ১২, ২০২১, সোমবার, ৫:৪৮ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে একদিনে করোনায় নতুন করে ১৩ হাজার ৭৬৮ জন শনাক্ত হয়েছেন। শনাক্তে এ যাবৎকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ১১ই জুলাই দেশে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছিল। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। সূত্র মানবজমিন // হাবিবা আক্তার জেছি।