কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়লেন রাহুল

 

অনলাইন ডেস্ক

বহু চেষ্টা করেও রাহুল গান্ধীর সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ হল কংগ্রেস। অবশেষে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরেই দাঁড়ালেন রাহুল।

বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এক টুইট বার্তায়ও তিনি বিষয়টি নিশ্চিত করেন জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৫ মে কংগ্রেসের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কথা বলেন রাহুল গান্ধী। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৫২ আসন জয়ী হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত জানান।

বেশ কয়েক দিন ধরেই রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো।