বন্যা শঙ্কায় জাপানে ৮ লাখ বাসিন্দাকে ঘর ছাড়ার আদেশ

 

অনলাইন ডেস্ক

ভারী বর্ষণে বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশু থেকে আট লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে আদেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

প্রাণহানি ও অন্যান্য ক্ষতি কমাতে বুধবার জাপান সরকারের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়।

শুক্রবার থেকে এ অঞ্চলটিতে ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবারের পর্যন্ত আরও ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত বলে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন।

কিউশু দ্বীপের কাগোশিমা শহরসহ আরও ছোট দুইটি শহরের প্রায় ৬ লাখ বাসিন্দাকে অন্যত্র সরে যেতে আদেশ জারি করা হয়েছে। এই দ্বীপের আরও ৩ লাখ ১০ হাজার বাসিন্দাকেও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে দুর্যোগ মোকাবিলা করতে সেনাবাহিনীকে সব ধরনের প্রস্তুতি নিতে আদেশ দিয়েছেন।

গত জুলাইয়ে জাপানে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২শ’ জনেরও বেশি মানুষ মারা যায়।