নারী বিষয়ক মন্তব্যের জন্য দালাই লামার ক্ষমাপ্রার্থনা

 

অনলাইন ডেস্ক

উত্তরসূরী হিসেবে কোনো নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। খবর বিবিসির।

মঙ্গলবার তার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়, তিনি কৌতুক করে নারী বিষয়ক ওই মন্তব্য করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দালাই লামার ওই মন্তব্যে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তবে তার জন্য তিনি দুঃখিত।

গত মাসে বিবিসি’কে এক সাক্ষাৎকার দেন দালাই লামা। ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের তিব্বতে ফেরার স্বপ্ন এবং শরণার্থী ইস্যুতে মতামত দেন ৮৪ বছরে পা দিতে যাওয়া এই নেতা।

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি কোনও নারী দালাই লামা আসেন তাহলে তিনি আরও আকর্ষণীয় হবেন।

এ নিয়ে সমালোচনা শুরু হলে মঙ্গলবার দালাই লামা’র কার্যালয় থেকে বিবৃতি দিয়ে ওই মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, জীবনভর নারীদের বস্তুবাদী করে তোলার বিরোধিতা করে গেছেন দালাই লামা। সমর্থন করে গেছেন নারী-পুরুষের সমতায়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নৈতিক নীতির অভাব’ এবং তার আবেগকে ‘জটিল’ বলে দালাই লামা যে মন্তব্য করেছেন, সেজন্য তিনি কোনো ক্ষমাপ্রার্থনা করেননি।