ফ্রান্সে করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে ক্লোরোকুইন অনুমোদন

 

ডেস্ক রিপোর্ট:

সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে ভুগছে গোটাবিশ্ব। এখনও পর্যন্ত করোনাভাইরাসের সঠিক কোনও টিকা বা ঔষধ আবিষ্কার করা যায়নি।

কিন্তু এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সারাবিশ্বের গবেষক ও চিকিৎসকরা।

দক্ষিণ ফ্রান্সের মার্সাই শহরের একদল গবেষক একমাস থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ওপর ম্যালেরিয়া রোগের ঔষধ Chloroquin (ক্লোরোকুইন) ঔষধ প্রয়োগ করে সফল হন। তবে এটা নতুন কোন আবিষ্কার না।

প্রায় ৭০ বছর ধরে এ ঔষধ ম্যালেরিয়া নির্মূলের কার্যকরী ভূমিকা রাখছে।

এ গবেষক দলের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর দিদিয়ার রাউল্ত (Didier Rault ) জানান, ২৪জন করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছিলেন আর তাতে আশ্চর্যজনক ফল পেয়েছেন। এছাড়াও ফ্রান্সের আমিয়া শহরে করোনাভাইরাস আক্রান্ত ৪৮ বছর বয়সী এক রোগীকে ক্লোরোকুইনের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয়েছিল।

চিকিৎসা শুরুর ৪৮ ঘণ্টা পরে তার অবস্থার উন্নতি হয়েছে। ফ্রান্সের মেডিকেল সংক্রান্ত সর্বোচ্চ কমিশন Haut conseil de la santé publique (HSCP) বলেছেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে এ চিকিৎসা দেয়া যেতে পারে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঔষধ কেবল গুরুতর রোগীদের জন্য প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ অনুমোদন গেজেট আকারে প্রকাশ করা হয়। তবে কোনও ফার্মেসী কোভিড-১৯ এর জন্য এ ঔষধ বিক্রয় করতে পারবেননা।