পশ্চিমবঙ্গে সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২০
পশ্চিমবঙ্গে সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

 

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গে আগামী সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দুইজনের মৃত্যু ও এখন পর্যন্ত ৮৩ জন আক্রান্ত হওয়ায় শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। তবে এই সময়ে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে। ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।