এ আর রহমানের মেয়ের বোরকা নিয়ে বিতর্কে তসলিমা নাসরিন

 

অনলাইন ডেস্ক

এ আর রহমানের সুর তিনি ভালবাসেন। কিন্তু রহমানের মেয়েকে যখনই দেখেন, তখন যেন তার দম বন্ধ হয়ে যায়। বোরকা পরায় এভাবেই এবার এ আর রহমানের মেয়েকে কটাক্ষ করলেন তসলিমা নাসিরন।

সম্প্রতি নিজের একটি টুইট বার্তায় তসলিমা নাসরিন এমনটি জানান । যেখানে এ আর রহমানের মেয়েকে নিয়ে জোর সমালোচনা করেন তিনি।

এদিকে তাসলিমা নাসরিনের এমন কটাক্ষের পর পালটা সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। টুইটে রহমানের মেয়ের পোশাকের জন্য কেউ তসলিমার মতামত জানতে চাননি বলে কটাক্ষ করতে শুরু করেন কেউ। আবার কেউ বলতে শুরু করেন, নিজের চিন্তাধারা নিজের কাছেই রাখুন, অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

তবে তসলিমা নাসরিনের সমর্থনেও মুখ খুলতে শুরু করেন কেউ কেউ। মেয়েকে বোরকা পরানোর জন্য এ আর রহমান সমানভাবে দায়ি বলে লেখিকার পাশে দাঁড়ান কেউ। আবার কেউ কেউধর্মান্তকরণের প্রসঙ্গ তুলে এআর রহমানকে কটাক্ষ করতে শুরু করেন। জিনিউজ।