ডেস্ক রিপোর্ট:
চীনের হুবেই প্রদেশে ভয়াবহ রুপ নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ভ্যাকসিন উদ্ভাবন করতে পারেনি বিজ্ঞানীরা। কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রতিরোধই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।
তবে এত আতংকের মধ্যেও জানা গেল চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত বয়স্ক এক ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জানা গেছে, ৭৮ বছর বয়সী লু জ্যাংহু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গত বৃহস্পতিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
চার বছর ধরে লু জ্যাংহু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তার পরেও এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
লু জ্যাংহু বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। চারদিন জ্বর থাকার পর চিকিৎসকরা এন্টি ভাইরাল মেডিসিন দিয়েছেন। তারপর আমাকে দ্রুত অক্সিজেন দেয়া হয়।
অসুস্থতার বর্ণণা দিয়ে তিনি বলেন, রাতে আমার ব্যাপক শ্বাসকষ্ট হত। মনে হচ্ছিল মারা যাব। তবে এখন আমি ভালো আছি।
উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৫৯ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ।