ঘোড়ায় চরে বিয়ে করতে বরের বাড়িতে দুই কনে!

 

অনলাইন ডেস্ক

দেখে মনে হবে এটা কোন সিনেমার শুর্টিং। কিন্তু আসলেই তা না। ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন কনেরা! হ্যাঁ একজোড়া কনে। তারা দুই বোন। হাতে তরবারি। সঙ্গে ব্যান্ড-বাজা-বারাতের সঙ্গ। আশপাশের মানুষরাও চমকে যাচ্ছিলেন এমন অদ্ভুত দৃশ্য দেখে।

ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ার বাসিন্দা এই দুই কনে। নাম সাক্ষী পতিদার ও সৃষ্টি পতিদার। মণ্ডপে উপস্থিত দুই বর অপেক্ষা করছিলেন তাদের জন্য। পুরো ব্যাপারটা যতোই বিচিত্র হোক, এটা কোনও হঠাৎ নিয়ম ভাঙার তাড়না থেকে ঘটা ঘটনা নয়। পতিদার সমাজের রীতি মেনেই বিয়ে হয়েছে দুই বোনের। ২২ জানুয়ারি ধুমধামের সঙ্গে এই দু’টি বিয়ে হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সৃষ্টি জানান, ‘আমি এই সম্প্রদায়ের অংশ হতে পেরে গর্বিত। আমরা এই ঐতিহ্যকে অনুসরণ করি।’

দুই কনের বাবা দেশের অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও দেশের মহিলাদের সম্মান প্রদর্শনে এমন নিয়ম পালন করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এটি ৪০০-৫০০ বছরের পুরনো ঐতিহ্য। আমরা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’কে সমর্থন জানাতে এই প্রথাকে এগিয়ে নিয়ে নিয়ে চলেছি। এদেশে মেয়েদের সঙ্গে সমান ব্যবহার করা উচিত। এই বার্তা দিতেই আমরা এই ঐতিহ্যের পালন করে যেতে চাই।”

তিনি আরও বলেন, ‘আমি অন্য সম্প্রদায়ের মানুষদের এই পরম্পরাকে গ্রহণ করে আমাদের কন্যাদের সম্মান জানানোর আবেদন জানাচ্ছি।’