৩৫ বছরের বেকার যুবককে বিয়ে করছেন ৮০ বছরের বৃদ্ধা

 

অনলাইন ডেস্ক

৩৫ বছর বয়সী এক বেকার যুবককে বিয়ে করতে যাচ্ছেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ব্রিটেনের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, আইরিশ জোনস (৮০) যিনি যুক্ত্ররাজ্যের একজন বাসিন্দা। পেনশনের টাকায় তার দিন চলে। তিনি মিশরের এক ৩৫ বছর বয়সী বেকার যুবককে বিয়ে করতে যাচ্ছেন।

ডেইলি স্টার ইউকে’র প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে আইরিশের ফেসবুকে প্রথম পরিচয় হয়। এরপর তা প্রণয়ে রুপ পায়।

কায়রোতে প্রথম তাদের দেখা হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু সঠিক কাগজপত্র না থাকায় তা ভেস্তে যায়। তবে তারা বিয়ের সিন্ধান্ত থেকে পিছু হটেনি। কাগজ পত্র ঠিক করেই শিগগিরই বিয়ে করবে।

আইরিশ বলেন, মোহাম্মদ ইব্রাহিমের খারাপ কোন মতলব নেই। সে আমার টাকা বা ব্রিটেনে প্রবেশ করার জন্য আমায় বিয়ে করছে না।

এছাড়া তিনি আরও বলেন, আমার নিজেকে আবার কুমারীর মত মনে হচ্ছে।