করোনা সংক্রমণের শঙ্কায় উহানে গণপরিবহন বন্ধ

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২০
করোনা সংক্রমণের শঙ্কায় উহানে গণপরিবহন বন্ধ

 

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় চীনের উহান প্রদেশে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। যারা উহানে বাস করেন তাদেরকে শহর ছাড়তেও নিষেধ করেছে চীন সরকার। যদিও চীনের নববর্ষের আগে এমন নিষেধাজ্ঞা শহরটির বাসিন্দাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসে চীনে এ পর্যন্ত ১৭ জন মারা গেছেন এবং নতুন করে ৫০০ জনের মত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে গতকাল বুধবার বৈঠকের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখনই করোনা ভাইরাস নিয়ে জরুরী অবস্থা ঘোষণা করতে রাজি না তারা। সংস্থাটি বলছে করোনা ভাইরাস নিয়ে জরুরী অবস্থা ঘোষণার আগে তাদের আরো তথ্য প্রয়োজন। আজ বৃহস্পতিবারও করোনা ভাইরাস নিয়ে বৈঠকে বসার কথা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

উল্লেখ্য, চীনের উহান শহরেই গত ডিসেম্বর করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।