‘ভুল করে’ নিউক্লিয়ার প্লান্টের জরুরি সতর্কবার্তা কানাডায়

 

অনলাইন ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে যখন বিশ্বে অস্থিরতা, তার মাঝে কানাডার অন্টোরিও প্রদেশে হঠাৎ করেই সকলের মোবাইলে এলো নিউক্লিয়ার প্লান্ট নিয়ে জরুরি সতর্কবার্তা। বার্তায় বলা হয়, ‘পিকারিং নিউক্লিয়ার জেনারেশন স্টেশনে কিছু ত্রুটি দেখা দেয়ায় এর ১০ কিলোমিটার এলাকায় থাকা সকলকে নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য বলা হচ্ছে।’

অবশ্য এই বার্তা স্থানীয়দের আতঙ্কিত করে তোলার ২ ঘণ্টা পরে পৃথক এক বার্তায় জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে পূর্ববর্তী বার্তা সকলের কাছে প্রেরণ করা হয়েছে। নিউক্লিয়ার প্লান্টে কোন ত্রুটি দেখা দেয়নি।

এ বিষয়ে পিকারিংয়ের মেয়র ডেভ রায়ান এ ধরণের বার্তা আসার কারণ খুঁজে দেখার জন্য ‘পূর্ণ তদন্তের’ দাবি জানান। অন্টারিও প্রাদেশিক সরকারের জরুরি বিভাগ থেকে এই বার্তাগুলো প্রেরণ করা হয়।

টুইটারে মেয়র রায়ান লেখেন, সকালে এমন একটি সতর্কবার্তা পেয়ে আপনাদের অনেকের মত আমিও দুশ্চিন্তায় ছিলাম। কোন বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়নি জেনে আমার দুশ্চিন্তা দূর হয়েছে। কিন্তু ভুল করে এমন এক বার্তা আসায় আমি দুঃখিত।

১৯৭১ সালে টরন্টো থেকে ৫০ কিলোমিটার দূরে অন্টারিও লেকের তীরে এই নিউক্লিয়ার প্লান্ট স্থাপন করা হয়। এটি পৃথিবীর সবচাইতে বড় নিউক্লিয়ার প্লান্টগুলোর একটি। বিবিসি।