পাকস্থলীতে হিরা পাচার বিমান বন্দরে ধরা

 

অনলাইন ডেস্ক

এতো কষ্ট করেও লাভ হলো না, পাকস্থলীতে করে হিরা পাচার করতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো শুল্ক কর্মকর্তার কাছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আরব আমিরাতের শাহির শারজা বিমানবন্দরে।

জানা যায়, ওত পেতে থাকা ওই বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা গোপনে আগেই খবর পেয়েছিলেন এক আফ্রিকান আকরিক হিরা নিয়ে দেশে ঢুকছে। বিমানবন্দরে চেক পোস্ট বসিয়ে বাড়ানো হয় নজরদারি। সন্দেহভাজন একজনকে জেরার এক পর্যায়ে বেড়িয়ে আসে মূল তথ্য।

গাল্ফ নিউজ জানিয়েছে, হিরা পাচারকারী আফ্রিকান যুবকের নাম এখনও প্রকাশ করেনি আরব আমিরাত পুলিশ। জেরার পর জানা যায় তিনি পাকস্থলীর মধ্যে হিরা রেখেছেন। এক্স-রে করে দেখা যায় হিরাগুলো রয়েছে তার শরীরের মধ্যেই। নিশ্চিত হয়ে হিরাগুলো বের করার পর গ্রেফতার করা হয় ওই যুবককে।