শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০১৯
শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

 

হবিগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থেকে অজ্ঞাত (২৫) এক পুরুষের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে বড়চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোরে সিলেট থেকে ঢাকাগামী জালালবাদ ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।