মাধবপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

 

ডেস্ক রিপোট:

হবিগঞ্জ জেলার মাধবপুরে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। ৪ মার্চ ওই অভিযান চালানো হয়। গ্রেফতার শামীম মিয়া মাধবপুর থানার বাঘবাড়ি গ্রামের চান মিয়ার পুত্র।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালানো হয়। গ্রেফতার শামিম মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা। গ্রেফতার আসামিকে আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।