নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা: মৃত্যুর সংখ্যা বেড়ে ১০

 

নবীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ হয়েছে। শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ৮ জন নিহতের পর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে ও দুপুরে দুজন মারা যান। হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক দীন ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমানীতে আনার পর সকালে সুমনা (৩৪) ও দুপুরে হাদিজহা (৪) মারা যান।

শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা ঘটনাস্থলে ৮ জন নিহত হন।

ঘটনাস্থলে নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন ইমন খান (২৭), রাজীব (২৮), মহসিন (৩০) রাব্বী (২৪) ও আসমা (৩০) । নিহতরা সকলেই নিকটাত্মীয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, নিহতদের পরিবারের সদস্যরা মোবাইল ফোনে পুলিশকে জানিয়েছেন তারা সুনামগঞ্জের দিরাইয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০জন।

১২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রেবাসটি। কান্দিগাঁও এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ আটজন। আহত হন আরও চারজন। পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও এক নারী।

গাড়ির চালক নাদিম জানিয়েছেন, নারায়ণগঞ্জের পাগলার ফতুল্লা থেকে বিয়ের কনে দেখতে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিলো তারা। পথে তারা নামাজের বিরতি নিয়ে নামাজ পড়ে আবার তাদের যাত্রা শুরু করলে তাদেরকে বাঁপাশ দিয়ে অন্য একটি মাইক্রোবাস ওভারটেক করে। এরইমধ্যে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসকে সাইড দিতে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে।