ডেস্ক রিপোর্ট:
হবিগঞ্জের মাধবপুরে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ওই ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ আন্দিউড়া চকদার বাড়ি এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারাণ জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য যে, মাধবপুর উপজেলায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ঔষধের দোকান ও মোদি দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।