মাধবপুরে গাঁজাসহ গ্রেফতার ১

 

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুশাসন সিএনজি পাম্পের কাছে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। ১৯ মার্চ ওই অভিযান চালানো হয়। গ্রেফতার হাকিম মিয়া ব্রহ্মণবাড়িয়া উপজেলা সদরের মজলিশপুরের মৃত আলফাজ মিয়ার পুত্র।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিকে আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।