আজমিরীগঞ্জে বিএনপি নেতা ঝলকের খাদ্য বিতরণ অব্যাহত

 

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক খালেদুর রশীদ ঝলকের ব্যক্তিগত উদ্যোগে গরীব ও অসহায় দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

শনিবার ১১ টায় সামাজিক দূরত্ব বজায় ও দলীয় নেতাকর্মীদের দিয়ে আজমিরীগঞ্জ উপজেলার নগর, সমীপুর, গঞ্জেরহাটী, জগতপুর ও নয়ানগরের গ্রামের গরীব ও অসহায় দিন মজুরদের মানুষের ঘরে ঘরে চাল, ডাল, আলু, পেয়াজ, সাবান, তৈল বিতণ করা হয়।

বিএনপি নেতা খালেদুর রশীদ ঝলক বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের এই পরিস্থিতিতে সাধারণ দিনমজুর ও অসহায় মানুষদের পাশে দাড়ানো জন্য আজমিরীগঞ্জে প্রতিটি স্বচ্ছল নাগরিকের কর্তব্য। আমার প্রত্যাশা এলাকার স্বচ্ছল সম্মানিত নাগরিকবৃন্দরা যার যার মতো করে দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দদের দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।