চুনারুঘাটে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বালিয়ারি এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আক্কাছ মিয়া চুনারুঘাটের বাইলাইন গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে ২৭ ফেব্রæয়ারি ওই অভিযান চালানো হয়। গ্রেফতার আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।