মাধবপুরে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

 

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে মুতি মিয়া (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দণ্ড প্রদান করেন। মুতি মিয়া উপজেলার কুলাইচর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে।

বুধবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মুশেদ আলম কুলাইচর গ্রামে মুতি মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ১’শ পুড়িয়া গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেন।