শায়েস্তাগঞ্জে ৭টি রেলব্রিজের নাজুক অবস্থা

 

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা

আখাউড়া রেলওয়ে সেকশনের ঢাকা-সিলেট রেলপথের শায়েস্থাগঞ্জের ৭টি রেলব্রিজের অবস্থা নাজুক। দীর্ঘদিন থেকে দুর্বল হয়ে থাকা ব্রিজ গুলো মাঝে মধ্যে মেরামতের উদ্যোগ নিলেও কাজ হয় নামেমাত্র। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করছে রেল।

ঝুঁকিপূর্ণ ব্রিজ গুলো হলো, শায়েস্তাগঞ্জের খোয়াই ব্রিজ, লস্করপুর ব্রিজ, কুতুবের চকে দুটি ব্রিজ, বড়চর ব্রিজ, সুতাং নদীর ওপর ব্রিজ ও চাইল্লা ব্রিজ। জানা যায়, ব্রিজ গুলো ব্রিটিশ আমলে নির্মাণ করা।

বুধবার দুপুরে পুরান বাজার ও খোয়াই ব্রিজ এলাকায় সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের পুরাতন স্লিপার গুলো অকেজো হয়ে পড়েছে। দুর্বল হয়ে স্লিপার গুলো সরে গেছে। পিলার গুলোতে দেখা দিয়েছে একাধিক ফাটল।

স্থানীয়রা জানান, বাকি ৫টি ব্রিজেরও একই অবস্থা। এছাড়া ঢাকা-সিলেট রেলপথের বিভিন্ন এলাকায় লাইনে দুর্বলতা রয়েছে। দ্রুত এগুলো মেরামতের উদ্যোগ না নিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সুতাং এলাকার বাসিন্দা আব্দুস সালাম মজনু জানান, শুধু ব্রিজ নয়, পুরো লাইনের বিভিন্ন স্থানে দুর্বলতা দেখা দিয়েছে। ট্রেন চলাচলের সময় লাইন রীতিমতো কাঁপতে থাকে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষ সময় মত উদ্যোগ না নেওয়ায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ ট্রেনলাইন ও দুর্বল ব্যবস্থাপনা নিয়ে ধুকে ধুকে চলছে আখাউড়া রেলওয়ে সেকশনের সিলেট, ঢাকা ও চট্রগ্রামের ট্রেন। সম্প্রতি কুলাউড়া ট্রেন দুর্ঘটনা নিহত ও আহতের ঘটনায় কর্তৃপক্ষের টনক নড়েছে। এ পরিস্থিতিতে আশু পরিবর্তন ও সংস্কার জরুরি।