খালের মাটি উত্তোলন: বানিয়াচংয়ে ২ জনকে কারাদন্ড

 

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাল থেকে মাটি উত্তোলন করায় ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।

মঙ্গলবার দুপুরে আমিরখানী সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। পরে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং ২নং ইউনিয়নের আমিরখানী মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে ফয়েজ মিয়া (৩০) ও একই মহল্লার মৃত জাবেদ আলীর ছেলে মহসিন মিয়া (২৬)।

মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান জানান, সরকারের খাস খতিয়ান থেকে কেউ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করতে পারবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ভ্রাম্যমাণ আদালতকে সাহায্য করেন বানিয়াচং থানা পুলিশের একটি দল।