চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৯ এর একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাধন রুদ্র পাল বাহুল থানার ভীমসী শ্রমিক লাইন মধুপুর চা বাগানের অসনী রুদ্র পালের পুত্র। তিনি একটি মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এএসপি মো. আবদুল খালেকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার সাধনকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।