শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

 

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ এর বিচারক শহীদুল আমীন এ রায় দেন বলে জানান আদালত পরিদর্শক কাজী কামাল উদ্দিন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

বুলবুল শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

যুগ্ম দায়রা জজ আদালত-২ এর পেশকার মো. আব্দুল হান্নান জানান, ২০১২ সালে একটি রিভলবারসহ বুলবুলকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) এর শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা। এ ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।