মাধবপুরে গাঁজাসহ গ্রেফতার ১

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি টিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ২ ফেব্রুয়ারি বিকেলে ওই অভিযান চালানো হয়।

গ্রেফতার মো. আবদুর রউফ স্থানীয় রামনগর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মেজর ইশতিয়াক বিন ইউসুফের নেতৃত্বে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তি ওই অভিযান পরিচালনা করেন। গ্রেফতার আবদুর রউফকে আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।