মাধবপুরে খড়ের গাদায় আগুন, ‘আতঙ্কে’ পুলিশ কর্মকর্তার পরিবার

 

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ কর্মকর্তার বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শুক্রবার রাতে বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রতন দেব নাথের বড় ভাই অর্জুন দেব নাথ বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রতন দেব নাথ সিলেট বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন্সপেক্টর। তার গ্রামের বাড়ির খড়ের গাদায় শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে খড়ের গাদাটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। ৪ বছর আগে রতন দেব নাথের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। তখন ডাকাতরা খড়ের গাদায় আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

সম্প্রতি আবার খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনার পর থেকে রতন দেব নাথের পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত তদন্ত করে তাদের বের করে ব্যবস্থা নেওয়া হবে।