সুনামগঞ্জে এমপি মানিকের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৯
সুনামগঞ্জে এমপি মানিকের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে কটুক্তি করায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করা হয়েছে। অপরদিকে ছাতক ও দোয়ারাবাজারে মানিকের অনুসারীরা মুকুটের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছেন। সরকারদলীয় দুই নেতা পাল্টাপাল্টি বক্তব্যের জেরে তাদের অনুসারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে জেলা পরিষদের রেস্ট হাউসের সামনে থেকে মুকুটের অনুসারীদের এ মিছিল শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। ঝাড়ুমিছিলে বিক্ষোভকারীরা এমপি মানিকের বিরুদ্ধে শ্লোগান দেন। জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে কটুক্তি করায় নিন্দা ও প্রতিবাদ জানান।

ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলের সদর যুবলীগের সহ সম্পাদক বকুল তালুকদার, সদর মৎস্যজীবী লীগের সভাপতি হেলাল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা শামছুল আবেদীন সাজন, রাজেশ তালুকদার, কুরবান নগর ইউপি সদস্য আব্দুল মান্নান, গৌরারং মৎস্যজীবী লীগ নেতা দৌলত মিয়া, যুবলীগ নেতা সজল দাস, বুরহান উদ্দিন প্রমুখ।