জগন্নাথপুরে দুই আসামী গ্রেপ্তার করেছে থানা পুলিশ 

জগন্নাথপুরে দুই আসামী গ্রেপ্তার করেছে থানা পুলিশ

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

সিলবাংলা ডেস্ক ঃ

জগন্নাথপুরে সাহিদ(৫০) ও আকাবুর(৪২) নামক দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ২৭ শে জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলার আসামী জগন্নাথপুর পৌর শহরের বলবল গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল রজব এর ছেলে মোঃ সাহিদ মিয়া(৫০) ও হবিবপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল মজিদ এর ছেলে মোঃ আকাবুর রহমান (৪২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানা সুত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।