জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাবিবা আক্তার জেছি

সিলবাংলা ডেস্ক ঃজগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর এর পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া গ্রাম নিবাসী মোঃ গিয়াস উদ্দিন এর টিন সেট বসত ঘরে ১৭ ই জুলাই দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে গিয়াস উদ্দিন এর বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দিন বলেন, রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। লোকজন এর শোরগোল আর চিৎকারে ঘুম থেকে উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। আশপাশের লোকজন এর সহায়তা আগুন নিয়ন্ত্রণ হলেও ততক্ষণে সবকিছু আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগুন কিভাবে লেগেছে জানিনা।

স্থানীয় চেয়ারম্যান আরশ মিয়া অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।