জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী কর্মহীন পরিবারের মধ্যে বিতরণ

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী কর্মহীন পরিবারের মধ্যে বিতরণ

সিলবাংলা ডেস্ক ঃহুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃকঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া জগন্নাথপুর এর ২০০ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ২০০ টি হত-দরিদ্র দিনমজুর পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী ১৩ ই জুলাই রোজ মঙ্গলবার কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে উপকারভোগীদের মধ্যে উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম । বিতরণকৃত এই প্যাকেটে চাল, ডাল, তৈল, ময়দা, চিনি, লাচ্ছি, মুড়ি সহ কয়েকটি আইটেম রয়েছে বলে জানা গেছে।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র ইউপি সদস্য মোঃ তারা মিয়া, ইউপি সদস্য মোঃ আব্দুল কাইয়ুম,ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন সাজাদ, ইউপি সদস্য মোঃ ছালিক মিয়া, ইউপি সদস্য মোঃ লিয়াকত হোসেন অমৃত, ইউপি সদস্য মোঃ মোজাফফর আলী লিটন, অর্জুন বাবু, মহিলা সদস্য মোছাঃ জুবেলী বেগম, ইউপি সচিব স্বচীকান্ত ও কালেক্টর জিতেন্দ্র দেব নাথ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

করোনাকালে এ উপহার সামগ্রী পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অসহায় পরিবারগুলো।,,,,,,,হাবিবা আক্তার জেছি ///