পুকুরে আবর্জনা,মশার উপদ্রপে অতিষ্ঠ জনজীবন

সিলবাংলা ডেস্ক ঃ

মধ্যনগর প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের ধর্মপাশাৱ মধ্যনগর থানা সদর বাজারেৱ মধ্যখানে অবস্থিত ঐতিহ্যবাহী পুকুর।এটির চারিদিকে রয়েছে বাজারের দোকান পাট বসতি।ময়লার আবর্জনার ভাগাড়ে পরিণত যার দরুন মশার উপদ্রপে অতিষ্ঠ জনজীবন।

চারিদিকের বসতি দের ময়লা ফেলার একমাত্র নির্ধারিত স্থান হয়েছে ঐতিহ্যবাহী পুকুরটি।

চারিদিকে কচুরিপনা, কচু আর ড্রেনের নর্দমা যুক্ত পানিতে বংশবিস্তার হচ্ছে বিষাক্ত মশা।

প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত মশার উৎপাতে শান্তির ছোঁয়া মিলেনা লোকজনের।এমতাবস্থায় পুকুর পাড়ের সকল বসতি জনমানুষেৱ দাবি দ্রুততার সহিত পুকুরটিৱ ময়লা আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন করার জোর দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে।মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল প্রতিনিধকে বলেন খুব শিগ্রই কীটনাশক স্প্রে ছিটানো হবে।,,,,,,হাবিবা আক্তার জেছি ///