প্রধানমন্ত্রীর জন্য প্রবাসীর নিভৃত প্রার্থনা

 

বিশেষ প্রতিনিধি:

২৮ সেপ্টেম্বর ৭২ বছর পূর্ণ হচ্ছে বঙ্গজননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ২৯ সেপ্টেম্বর ৭৩ বছরে পা রাখবেন তিনি। এবারের জন্মবার্ষিকীতে কাকডাকা ভোর থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে গণভবনে মন্ত্রী-এমপি-আমলা থেকে শুরু করে নেতাকর্মীদের উপচেপড়া ভীড় হবে না। কারণ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে সাতদিনের সফরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন তিনি। তবে ২৭ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোআ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দলীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। অন্যদিকে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরের আশায় জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাতে পত্রিকা-ফেসবুকে সরব থাকবেন সংখ্যাঘরিষ্টজন এতে সন্দেহ নেই। কিন্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করে নেকহায়াত নিয়ে বেঁচে থাকবেন শতবছর এমন ফরিয়াদ জানাবেন ক’জন? হয়তো অজানা।

রুপকথার গল্প নয়, গত একবছর ধরে ৫ ওয়াক্ত নামায আদায় করে নিভৃতে শেখ হাসিনার জন্য দোআ করে যাচ্ছেন রাজু আহমেদ রমজান (৩২) নামের এই প্রবাসী সাংবাদিক। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) গ্রামের মৃত শেখ মহরম আলীর ছেলে। বর্তমানে মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানপ্রাপ্ত এই সাংবাদিক।

বৃহস্পতিবার কথা হলে তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত বিশ্বের সেরা মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিষ্ময়, আমাদের অহংকার। বাংলাদেশের গণমানুষের আশ্রয়স্থল-উন্নয়নের রুপকার। ‘যতদিন মা’য়ের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’। মাননীয় প্রধানমন্ত্রীকে মা’য়ের মতো মনে করি। সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন শতবছর, আমৃত্যু প্রধানমন্ত্রী থাকুন তিনি। এলক্ষ্যে গত ২৮ সেপ্টেম্বর তাঁর ৭১তম জন্মবার্ষিকীর দিন থেকে ৫ ওয়াক্ত নামাজসহ (অনিয়মিত তাহাজ্জুদ-এর নামাজ) পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মহান আল্লাহর দরবারে দূরপ্রবাস থেকে এই দোআ করে আসছি। সেজদারত অবস্থায়, আযান-ইকামতের মধ্যবর্তী সময়ে দোআ করলে মহান আল্লাহ বান্দার দোআ কবুল করেন জেনে দোআ করে আসছি। বিষয়টি জেনে নিন্দুকের কপালে চিন্তারভাঁজ পড়তে পারে, হতে পারে মুখরোচক গল্প। কিন্তু চীরন্তন সত্য হলো- যতদিন বেঁচে আছি মমতাময়ী এই ‘মা’য়ের জন্য মহান আল্লাহর দরবারে দোআ করে যাবো। চাওয়া-পাওয়ার কিছু নেই, “মমতাময়ী মা’কে ভালোবাসি” তাই।

এর আগে গতবছরের ২৫ ডিসেম্বর জাতীয় নির্বাচন পূর্ববর্র্তী দু:সময়ে সাংবাদিক রাজুর লেখা “আমৃত্যু প্রধানমন্ত্রী থাকুন শেখ হাসিনা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় নিউজ সুনামগঞ্জ ডটকম নামে স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজপোর্টালে।

জানা গেছে, জাতীয় দৈনিক ভোরের কাগজ ও আঞ্চলিক দৈনিক সিলেট বাণী পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধির মাধ্যমে ২০০৭ সালের ২৫ জানুয়ারি সাংবাদিকতায় যাত্রা শুরু করেন তৎকালীন এই যুবলীগনেতা। পর্যায়ক্রমে দৈনিক আমাদের সময়, অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ, ঢাকাটাইমস, শীর্ষ নিউজ-এ সুনামগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার প্রচার সম্পাদক, জেলা সামাজিক সুরক্ষা ফোরাম-এর কোষাধক্ষ্য পদেও ছিলেন তিনি। অধিকাংশ মানবিক সংবাদের ফলশ্রæতিতে স্থানীয়ভাবে তিনি ‘মানবিক সাংবাদিক’ হিসেবে পরিচিতি পান। দীর্ঘ একযুগ সাংবাদিকতার ইতি টেনে সবকিছুর মায়া কাটিয়ে আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে ২০১৮ সালের ২৫ জানুয়ারি নিকটাত্মীয়ের হাত ধরে মালয়েশিয়া ছুটে যান রাজু।
বর্তমানে সিলেট থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের কন্ঠ, জাতীয় অনলাইন নিউজপোর্টাল লাস্টনিউজ বিডিডটকমের মালয়েশিয়া সংবাদদাতা হিসেবে দায়িত্বপালন করে আসছেন।