দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ বজ্রপাতে নাইম আহমেদ (১৭) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (০৮ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া শিবপুরের পাশের মাঠে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাইম আহমেদ তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছিলো, হটাৎ তার উপর বজ্রপাত পরে তার শরীরের অনেক অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নাইম উপজেলার সলফ গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে ছোটবেলা থেকেই ডুংরিয়া মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো এবং ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। তার মৃত্যুতে এলাকার শোকের মাতম দেখা দিয়েছে।

আগামীকাল সোমবার সকালে নিজ গ্রাম সলফে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার শিক্ষা প্রতিষ্ঠান ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার।