দোয়েল মিরপুর ইউনিয়নের নৌকার কান্ডারি হতে চান

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ প্রতিক্ষার পর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা সরব হয়ে উঠেছেন।

নির্বাচনে নৌকার কান্ডারি হয়ে নির্বাচন্ করতে মাঠে নেমেছেন সাংবাদিক মনজুরুল আমিন দোয়েল। নৌকা প্রতীক পাওয়ার জন্য তিনি গত কয়েক বছর ধরে দলীয় ফোরামে নিজের অবস্থান জানান দিয়ে আসছেন। ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে দফায় দফায় গণসংযোগ করেছেন।

সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য এলাকায় নানা উন্নয়ন কর্মকান্ড করিয়েছেন। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সহযোগিতায় উন্নয়নও করেছেন দৃশ্যমান। এ জন্য স্থানীয়রা সাংবাদিক দোয়েলকে নৌকার কান্ডারি হিসেবে পছন্দের তালিকায় প্রথম স্থানে রেখেছেন।

মিরপুর ইউনিয়নের নির্বাচনের তফশিল ঘোষণার পরপরই সাংবাদিক দোয়েল নির্বাচনী এলাকার মাঠে নেমেছেন।

এ প্রসঙ্গে সাংবাদিক দোয়েল বলেন, স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করেছেন। এখন আওয়ামী লীগের রাজনীতি করছেন। এলাকার উন্নয়নে তিনি সদা জাগ্রত। পরিকল্পনামন্ত্রী মন্ত্রীর মাধ্যমে তিনি এলাকায় উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীক নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ওই উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করতে পারবেন বলে তিনি জানান। আসন্ন নির্বাচনে তিনি নৌকা প্রতীক পাবেন বলে আশাবাদী।