তাহিরপুরে প্রেমিকের মা আটক

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামে প্রেমিকাকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন এক তরুণীর বাবা রশিদ চৌধুরী। এমন অভিযোগের ভিত্তিতে একই গ্রামের প্রেমিকের মা আমিনা বেগমকে আটকের পর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার কাউকান্দি গ্রামের বজলু মিয়ার ছেলে ইমনের (১৯) সাথে একই গ্রামের রশিদ চৌধুরীর মেয়ে মনিরাজ আক্তারের (১৭) দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এই প্রেমের সুবাদে মনিরাজ ও ইমন বিয়ে করার উদ্দেশ্য নিয়ে শনিবার (২৪আগষ্ট) রাত আনুমানিক ২টার সময় নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে এ ঘটনা জানাজানি হলে, রোববার (২৫ আগস্ট) মেয়েকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করেন মনিরাজ আক্তারের বাবা রশিদ চৌধুরী। পরে পুলিশ এমন অভিযোগের ভিত্তিতে ইমনদের বাড়িতে গেলে তাকে ও তার বাবা বজলু মিয়াকে বাড়িতে না পেয়ে তার মা আমিনা বেগমকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারের তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার জানান, প্রেমিকার বাবা রশিদ চৌধুরী থানায় প্রেমিক ইমনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দিয়েছেন। এই মর্মে আমিনা বেগমকে আটক করা হয়েছে।

এদিকে প্রেমিক যুগলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা দুজনেই বলেন, আমরা বিয়ে করার উদ্দেশ্য নিয়ে স্বেচ্ছায় নিজেদের বাড়ি ছেড়েছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুণীর বাবা রশিদ চৌধুরী ইমনের পরিবারের বিরুদ্ধে মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ করেছেন।