তাহিরপুরে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

 

তাহিরপুর সংবাদদাতা:

সুনামগঞ্জের তাহিরপুরে বেপরোয়া চালকের মোটরসাইকেল চাপায় সুফিয়া বেগম (৪৮) নামের এক নারী নিহত হলেন।

সোমবার (২৯ জুলাই) বিকেলে থানা পুলিশ ওই নারীর লাশ জেলা সদর মর্গে পাঠিয়েছে।

নিহত সুফিয়া উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের মাসুক মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লাকমাবাজারে রোববার দুপুরে পান কিনে বাড়ি ফেরার পথে লাকমা বাজারেই বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল চাপা দেয় সুফিয়া বেগমকে। এতে গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় লোকজন তাকে বাড়ি পৌছে দেন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মোটরসাইকেলের মালিক উপজেলার পার্শ্ববর্তী বিন্দারবন্দ গ্রামের আহাদ মিয়ার ছেলে সোহেল। দুর্ঘটনার পর পরই সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক চালককে আটকে পুলিশ তৎপর রয়েছে।