ছাতকের সীমান্ত এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে ইছামতি নদীর তীর থেকে আবুল কালাম বুলবুল ওরফে বুলু (৩৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ইছামতি নদীর তীর সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আবুল কালাম বুলবুল দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র। স্থানীয় লোকজন নদীর তীরে লাশ দেখে পুলিশে খবর দিলে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।

স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় সীমান্তবর্তী ছনবাড়ি বাজারে তাকে ঘুরাফেরা করতে দেখা গেছে।